Khoborerchokh logo

কুষ্টিয়ায় ৭৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আটক-১ 388 0

Khoborerchokh logo

কুষ্টিয়ায় ৭৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আটক-১



 কুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক
১২ ফেব্রুয়ারি, ২০২০।। কুষ্টিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানা অফিসার গোলাম মোস্তফা এর নেতৃত্বে এবং পুলিশ পরিদর্শক মামুনুর রশিদ, এস আই ওসমান গনি ও ইলিয়াস হোসেনের সহযোগিতায় আজ বুধবার সকাল ৯ টার সময় কুষ্টিয়া বটতৈল মোড় বাইপাস রোডে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা বিআরটিসি বাস তল্লাশী করে ইয়াসিন আলী নামের একজন কে আটক করেছে পুলিশ।
পরে তার স্বীকারোক্তি মূলে তার নিকট থেকে ভারতীয় নিষিদ্ধ ৭৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। পরে উক্ত আলামত সহ আসামীকে থানায় প্রেরণ করে। 
এ বিষয় মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়। আটককৃত ইয়াসিনের বাড়ী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার দামুহুড়া গ্রামে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com